বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

ডেমরায় পরিত্যক্ত ঘর থেকে ১৫ ককটেল উদ্ধার, আটক ২

নিউজজি প্রতিবেদক ২০ নভেম্বর, ২০২৩, ২৩:৪০:২৮

196
  • ডেমরায় পরিত্যক্ত ঘর থেকে ১৫ ককটেল উদ্ধার, আটক ২

ঢাকা: রাজধানীর ডেমরায় পরিত্যক্ত একটি ঘর থেকে ককটেল তৈরির সময় দুই জনকে আটেক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের সাথে থাকা ১৫টি ককটেল এবং তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে র‍্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, নাশকতা করার জন্য পরিত্যক্ত বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। এ ঘটনায় মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০) নামের দুই জনকে আটক করা হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন