সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

দেশ

নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন তারা

কুমিল্লা প্রতিনিধি ২০ নভেম্বর, ২০২৩, ২৩:২৮:৪৪

123
  • নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন তারা

কুমিল্লা: সংসদ নির্বাচন করবেন তাই পদ ছাড়লেন কুমিল্লার দেবীদ্বার ও চৌদ্দগ্রাম উপজেলা উপজেলা চেয়ারম্যান। সোমবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন।

এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান পদত্যাগপত্র জমা দেন। তারা জেলা প্রশাসক এর মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন।

দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৪ (দেবীদ্বার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় এ পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। এর আগে গত রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন