বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

দেশ

কুড়িগ্রামে ৪৫ মহিষ জব্দ করেছে বিজিবি, কৃষকদের দাবি পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৯:৫৯:০৮

247
  • কুড়িগ্রামে ৪৫ মহিষ জব্দ করেছে বিজিবি, কৃষকদের দাবি পালিত

কুড়িগ্রাম: উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার চরাঞ্চলে অভিযান চালিয়ে ৪৫টি 'ভারতীয় মহিষ' জব্দ করেছে বিজিবি। কিন্তু স্থানীয় কৃষকদের দাবি, এসব মহিষ গৃহপালিত এবং হাট থেকে কিনে এনে লালন করেছেন তারা। 

তাদের দাবি, নদীর তীরবর্তী এলাকায় বিশ্রামে থাকা তাদের লালিত মহিষগুলো মালিকানা যাচাই বাছাই ছাড়াই বিজিবি ধরে ক্যাম্পে নিয়ে আসে। সোমবার দুপুর থেকে কুড়িগ্রাম বিজিবি কার্যালয়ের সামনে বৈধ কাগজপত্রসহ অপেক্ষা করেও মহিষ ফেরত না পেয়ে বিকেল ৫টায় জেলা প্রশাসক বরাবার আয়নাল নামে এক কৃষক অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। 

এসময় ওই কৃষকের সাথে ছিলেন ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী। সদস্য শুকুর আলী জানান, বিজিবি ঝটিকা সফরে গিয়ে প্রচন্ড গরমে নদীর তীরে পানিতে বিশ্রামে শুয়ে থাকা মহিষ ধরে নিয়ে যায় বিজিবির সদস্যরা। তারা কোন মালিকানা যাচাই করেনি। সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কি.মি. দূরে যে মহিষগুলো জব্দ করে বিজিবি, সেগুলো কৃষকের পালিত এবং তা চোরাই কিংবা ভারতীয় নয়। 

মহিষ মালিক আয়নাল জানান, আমার পালিত ৬ টি মহিষ বিজিবি ধরে এনেছেন। তিনি এসব মহিষ গত ১০ আগষ্ট তারিখে যাত্রাপুর হাটে জনৈক হাফিজুরের কাছ থেকে ক্রয় করেন ৫ লাখ টাকা দিয়ে। লালন পালন করে সেগুলো বড় করে বিক্রি করবেন এই আশায় তিনি তা ক্রয় করেন। বিজিবির সদস্য রাখালের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে বাড়ি থেকে কাগজ নিয়ে আসার আগেই তারা মহিষ নিয়ে চলে আসেন। দুপুর থেকে বৈধ কাগজ নিয়ে ঘুরছি কিন্তু বিজিবি কোন পাত্তাই দিচ্ছেন না। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, আজ ওই ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে আমি বিজিবির কমান্ডিং অফিসারকে বিষয়টি অবহিত করলে তিনি মালিকানা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন