মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

দেশ

রূপগঞ্জে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৯:৫৫:২৪

84
  • রূপগঞ্জে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে প্রিন্ট, ফটো এবং ইলেটকট্রনিক্স মিডিয়ার ৭০ জন সাংবাদিকদের নিয়ে এক ‘সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার পর্যন্ত রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে  উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিকদের কারেন্ট নিউজ, স্পেশাল রিপোর্ট, ফিচার রিপোর্ট ও নিউজের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। 

কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্লানিং এডিটর একেএম মনজুরুল ইসলাম, ফটো সংবাংদিক ও লেখক এমএ তাহের। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী অফিসার ফয়সাল হক, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান প্রমুখ। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন