মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

দেশ

চকরিয়ায় বাসের ধাক্কায় নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৯:৫২:২১

82
  • চকরিয়ায় বাসের ধাক্কায় নারী নিহত

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে বৃদ্ধ এক পথচারী নারী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বিকালে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেয়ার পর মাবিয়া মারা যায়। 

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে দিয়ে বাসের ধাক্কায় আহত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন