মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

দেশ

স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যাচেষ্টা-মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৯:৪৭:১৩

106
  • আকবর হোসেন লিপন

নড়াইল: লোহাগড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা লিপন মেম্বর হত্যাচেষ্টা-মামলার আসামি যুবলীগ নেতা জিয়াউর রহমান শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর শেখ লিপন হোসেন ওরফে লিপন মেম্বরকে গত বছর ১১ ডিসেম্বর রাতে মঙ্গলহাটা গ্রামের প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা শিকদারের সমর্থিত লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে এবং লিপনের হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় লিপনের ভাই শিপন শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার এজাহারভূক্ত অন্যতম আসামি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান শিকদার ওরফে জিয়া শিকদার জামিন না নিয়ে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। দীর্ঘদিন পর সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে লোহাগড়া থানা পুলিশ জিয়া শিকদারকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মিজানুর রহমান জানান, লিপন মেম্বর হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন