রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

‘তথ্য অধিকার আইন নিয়ে সবাইকে সচেতন করতে কাজ করছে সরকার’

পটুয়াখালী প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৯:৩৫:৫৬

163
  • ‘তথ্য অধিকার আইন নিয়ে সবাইকে সচেতন করতে কাজ করছে সরকার’

পটুয়াখালী: প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন, উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মার্ণে তথ্য অধিকার আইন ২০০৯ অত্যাবশ্যক। তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে জনঅবহিতকরন সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমূখ। সভায় পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন