শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

শেরপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে

শেরপুর প্রতিনিধি ২৬ মে, ২০২৩, ০১:৩২:২৭

67
  • শেরপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে

শেরপুর: পৃথক পৃথক ঘটনায় দুই কৃষক ও দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শেরপুর সদর ও নালিতাবাড়ীতে আলাদা আলাদা ভাবে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এরমধ্যে, শেরপুর সদরের আন্ধারিয়া সুতির পারে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন মোজাম্মেল হক (৫২) ও সাইদুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, কৃষক মোজাম্মেল হক তার বাড়ি থেকে বাঁশের খুটি দিয়ে তার টেনে পাশ্ববর্তী ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ নেন। খুটিটি ঝড়ে ভেঙ্গে পড়লে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের ছেড়া তার মেরামত করতে যান এবং তারে জড়িয়ে পড়েন। তাকে বাচাঁতে এসে সাইদুল ইসলামও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই দিন বিকেলে কানাসাখোলা মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাওন আহমেদের (৯) মরদেহ মাদ্রাসার পাশ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের মো. সাজি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শাওন বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বিকেলে পুকুরটিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ‘ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে জেলার নালিতাবাড়ীর গোল্লারপাড় গ্রামে গরুর রশিতে ফাঁস লেগে জুয়েল মিয়া নামে বারো বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। জুয়েল স্থানীয় একটি হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন