শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে: হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি ৩০ মার্চ, ২০২৩, ২০:০৪:০৭

104
  • তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে: হুইপ স্বপন

জয়পুরহাট: জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আউটসোর্সিং করে লাখ লাখ বৈদেশিক মুদ্রা আয় করছেন দেশের তরুণরা। এই তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে বেকারমুক্ত স্মার্ট জেলা গড়ার লক্ষ্যে ফ্রিল্যান্সারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, চাকরির পেছনে না ছুটে অনেক বেকার যুবক এখন আউটসোর্সিং করে স্বাবলম্বী হচ্ছেন। সরকার এই সেক্টরকে আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যা ইতিমধ্যে আলোর মুখ দেখতে শুরু করেছে। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার বেকার এখন আয় করতে পারছেন। জয়পুরহাট জেলাতেও শীঘ্রই আউটসোসিং বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।

হুইপ বলেন, ১৯৭২ সালে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র ৯৮ মার্কিন ডলার। ২০০৮ সালেও আমাদের মাথা পিছু আয় ছিল মাত্র ৫৩৭ মার্কিন ডলার। আজকে ২০২৩ সালে মাথা পিছু আয় ২৮৫০ মার্কিন ডলার। একসময় দিনমুজুরের সারাদিনের আয় ছিল মাত্র এক সের চাল আর দুটি টাকা আর একবেলা পান্তা ভাত। আজকে জয়পুরহাটের কোথাও সাতশ টাকার নিচে কোন দিনমুজুর পাওয়া যায়?

তিনি আরও বলেন, অনেক নিরক্ষর মানুষ ছিলেন তারা কি মুক্তিযুদ্ধে অংশ নেননি, তারা কি এই দেশটাকে স্বাধীন করেননি, এই দেশটা কি পৃথিবীর বুকে ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়নি, তাহলে আমাদের দেশটা আগামী ২০৩৭ সালের মধ্যে বিশ্বে ২০তম অর্থনীতির দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে না!

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবাহান, ৫টি উপজেলার নির্বাহী অফিসার প্রমুখ। জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করেন। পরে ফ্রিল্যান্সারদের বিভিন্ন কথা শোনেন হুইপ স্বপন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন