শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

শ্রীনগরে লুডু খেলার ঘটনায় অভিযোগ করায় বাড়িতে হামলার চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি ৩০ মার্চ, ২০২৩, ১৯:০৬:৪০

131
  • শ্রীনগরে লুডু খেলার ঘটনায় অভিযোগ করায় বাড়িতে হামলার চেষ্টা

মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজার এলাকায় লুডু খেলার ঘটনায় অভিযোগ করায় বাড়িতে গিয়ে হামলার চেষ্টা করা হচ্ছে। গত বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে অভিযুক্ত আবু বকর সিদ্দিকের চাচা আশরাফ বেপারী ভুক্তভোগী সাহেব আলীর বাড়িতে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায়ও ভুক্তভোগী সাহেব আলী শ্রীনগর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে নতুন বাজার এলাকায় ইসলামী গ্লোবাল ব্যাংকের সামনে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (২১) ও সুলতান গাজীর ছেলে বাপ্পী (২০)সহ অন্যদের লুডু খেলতে নিষেধ করেন সাহেব আলী। এতে তারা সাহেব আলীর ওপর ক্ষিপ্ত হয়। কথা কাটাকাটি এক পর্যায় সাবেহ আলীকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। ওই রাতেই সাহেব আলী শ্রীনগর থানায় আবু বকর

সিদ্দিকসহ অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ফের সাবেহ আলীর বাড়িতে হামলার চেষ্টা করে। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা সাহেব আলীর বাড়ি থেকে চলে যায়। সাহেব আলী বলেন, আবু বকর সিদ্দিক ও তার বন্ধুরা রাতের বেলায় এখানে লুডু খেলার পাশাপাশি হৈ-চৈ করছিল। আমি তাদেরকে রমজান মাসের সময় মানুষের ডির্স্টার্ব না করে বাড়িতে চলে যাওয়ার জন্য বলি। এতে ছেলে পেলেরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় তারা। পরে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হলে পরদিন দুপুরে আবু বকর সিদ্দিকের চাচা আশরাফ বেপারীসহ ৬/৭ জন মিলে আমার বাড়িতে এসে হামলার চেষ্টা করে।

পুলিশকে খবর দিলে বাঘড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ঘটনাস্থলে আসেন। পরে বাধ্য হয়ে এ ঘটনায়ও থানায় অভিযোগ দায়ের করি। তিনি আরও বলেন, আশরাফের এক ভাই পুলিশ সদস্য হওয়ায় কথা কথায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে বেড়ায়। এ ব্যাপারে আশরাফ বেপারীর কাছে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ভাতিজা আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন স্টুডেন্ট। লুডু খেলা নিয়ে মুরব্বির সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। পরবর্তীতে তার বাড়িতে মূলত হামলার উদ্দেশ্যে কেউ যায়নি। এখানে উনি ভুল বুঝছেন। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এএসআই হাওলাদার ওমর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন