শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

শ্রীপুরে বাবা সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২৩ মার্চ, ২০২৩, ১৭:২৬:৪৩

105
  • শ্রীপুরে বাবা সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

গাজীপুর: শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে মোবাইল ফোন না দেয়ার অভিমান করে রাকিব নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার জৈনা বাজার এলাকায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করে।

নিহত রাকিব নেত্রকোনার বারহাট্রা উপজেলার মো. মালু মিয়ায় ছেলে এবং বাবার সাথে উপজেলার জৈনা বাজার এলাকার ব্যবসায়ী মাসুম আহমদের বাসায় ভাড়া থাকতেন। রাকিব মাসুম আহমদের নিজস্ব দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা জানান, বৃহস্পতিবার সকালে তার কাছে মোবাইল ফোন চাইলে, বাবা নিষেধ করায় বাকবিতন্ডায় জরায় রাকিব, এক পর্যায় সে বাড়ির দিকে চলে আসে, তার বাবাও কাজে চলে যায়। নিহত রাকিবের ছোট ভাই মাদ্রাসা থেকে ফিরে দরজা খুলতে গেলে তা ভেতর দিয়ে আটকানো থাকলে দরজার ফাঁক দিয়ে দেখে রাকিব ঝুলে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভাঙে দড়ি কেটে নামিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন