শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

আশুলিয়ায় প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি ২২ মার্চ, ২০২৩, ১২:১১:৪৯

143
  • ছবি : নিউজজি

সাভার: আশুলিয়ায় এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম আতিয়ার রহমান। বুধবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিয়ার রংপুর সদর উপজেলার উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকায় এক পথচারী হাত-পা বাঁধা মরদেহ দেখতে পার। এ খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পা বাঁধা ছিল। তবে শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন