শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের ইফতার সামগ্রী বিতরণ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ২২ মার্চ, ২০২৩, ১১:৫৯:৫৫

183
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মো. শামসুল হক ও সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনায় চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠানটির আয়োজনে ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া ঢালী বাড়িতে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।

ফেমাস জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস শেখের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ওয়ার্ড সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, শ্রমিকলীগ নেতা শেখ টিংকুসহ অনেকে।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, চিনি, খেজুর, মুড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন