শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

চুয়াডাঙ্গা জেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি ২২ মার্চ, ২০২৩, ১১:৫৫:১৩

195
  • ছবি : নিউজজি

চুয়াডাঙ্গা: জেলার চার উপজেলা সদর উপজেলা, আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ৪র্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৬৯টি ঘরসহ জমি প্রদান করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমিহীনদের মাঝে ঘর প্রদান করা হয়। এ সময় আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভার্চুয়ালিতে যুক্ত হয়ে সরকার প্রধান বলেন ভূমিহীন-গৃহহীন মুক্ত চুয়াডাঙ্গা জেলা। আর এই আশ্রয়ণ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে।

এ সময় ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।

অনুষ্ঠান সুত্রে জানা যায়, বুধবার (২২ মার্চ) মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় চার উপজেলা মিলে ৬৯টি পরিবারে দুই শতাংশ খাস জমি ও একটি মুজিববর্ষের ঘর প্রদান করা হয়েছে। এবার ৪র্থ পর্যায়ে চুয়াডাঙ্গায় এই মুজিববর্ষের ঘর পেল চুয়াডাঙ্গা সদরে ২৬টি, আলমডাঙ্গা ১৭টি, দামুড়হুদায় ১৫টি, জীবননগরে ১১টি।

আর চুয়াডাঙ্গা সদরে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মিলে মোট ঘর পেয়েছে ২০১টি, আলমডাঙ্গায় ১৯২টি, দামুড়হুদায় ১৩৮টি, জীবননগরে ১৬৪টি, এবার জেলায় মোট ঘর পেয়েছে ৬৯৫টি।

আর আশ্রয়ন প্রকল্পের ১ম পর্যায়ে ঘর তৈরি অর্থ বরাদ্দ করা হয়েছিল ১ লাখ ৭১ হাজার, ২য় পর্যায়ে ১ লাখ ৯০ হাজার, ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার, আর ৪র্থ পর্যায়ে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। 

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি প্রকল্পের মধ্যে আশ্রণ প্রকল্প একটা। আমাদের পরবর্তীতে যাদের জমি আছে ঘর নেই তাদের আমরা তালিকা তৈরি করছি। তাদেরও আমরা ঘর দেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজন্ম লালিত স্বপ্ন ছিল গরীব-দুঃখী নিঃস মানুষের হাসি ফোটানো৷ এরই ধারাবাহিকে আজ ভূমিহীনদের নতুন ঘর দেয়া হলো।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন