শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

দেশ

ভুয়া নিয়োগপত্র দিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ, বাবা-ছেলের নামে মামলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২২ মার্চ, ২০২৩, ১১:১৭:৪৮

720
  • ছবি : নিউজজি

নওগাঁ: বাংলাদেশ সেনা বাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আ. রহিম ও মো. রিফদ হোসেন এর বিরুদ্ধে নওগাঁর আদালতে মামলা হয়েছে। গত ২০ মার্চ (সোমবার) নওগাঁর মহাদেবপুর উপজেলার বুজরুকান্তপুর গ্রামের মো. বজলুর রহমানের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন—নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. আ. রহিম ও আ. রহিমের ছেলে মো. রিফদ হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদী পারভীন বেগম জানতে পারেন মালঞ্চা গ্রামের আ. রহিমের ছেলে রিফদ হোসেনের মাধ্যমে তার বাবা আ. রহিম বিভিন্ন সরকারি দপ্তরে লোক নিয়োগ দিতে পারেন। পরে আ. রহিমের সাথে যোগাযোগ করে তার ছেলে সাব্বির হোসেনকে একটি সরকারি চাকরি পাইয়ে দেয়ার কথা বলেন। আ. রহিম বলেন, সেনা বাহিনীতে উর্ধ্বতন অফিসার পদে আমার আত্মীয় আছে, কোনরূপ পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই ‘অফিস সহকারীর পদে চাকরি দিতে পারবেন। চাকরি না হলে আ. রহিম টাকা ফেরত দিবে বলেও অঙ্গীকার করেন। তাকে চাকরি দিতে ১২ লাখ টাকা দাবি করেন এবং চাকুরির নিয়োগপত্র প্রদান করার পর সমুদয় টাকা নিবে। আ. রহিম ও তার ছেলে রিফদ হোসেনের কথায় বিশ্বাস করে পারভীন বেগম তার ছেলের চাকরির জন্য উক্ত পরিমাণ টাকা দিতে রাজি হয়। কথা মতো ২০২১ সালের ৫ জানুয়ারি আ. রহিম ও তার ছেলে রিফদ হোসেনে বাদিনীর বাড়িতে উপস্থিত হয়ে বাংলাদেশ সেনা বাহিনীর অফিস সহকারী পদের একটি নিয়োগপত্র পারভীনের ছেলে সাব্বিরকে প্রদান করেন এবং বাদিনীর নিকট থেকে ১২ লক্ষ টাকা গ্রহণ করেন।

নিয়োগপত্রের শর্ত অনুযায়ী পারভীন বেগমের ছেলে সাব্বির হোসেন বায়তুল বোস্তামী হালিশহর চট্টগ্রাম সেনা নিবাসে যোগদান করতে গেলে উক্ত নিয়োগপত্রটি ভূয়া বলে জানতে পারেন। আ. রহিম ও তার ছেলে রিফদ হোসেন পরিকল্পিতভাবে প্রতারণা করে টাকা আত্মসাতের জন্য একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে তাকে দিয়েছে। পরবর্তীতে নিয়োগপত্রটি ভুয়া বলে জানিয়ে আ. রহিমের কাছে টাকা ফেরত চাইলে টাকা ফেরত দিবে বলে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ঘরোয়া সালিস-বৈঠকে উক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলে বাদিনী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন