রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ

মোবাইল ইন্টারনেটবিহীন রাজশাহী শহর

নিউজজি ডেস্ক ৩ ডিসেম্বর, ২০২২, ১৫:১৭:১৮

203
  • মোবাইল ইন্টারনেটবিহীন রাজশাহী শহর

ঢাকা: বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগেই রাজশাহী শহরে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় সংগীতের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। 

এর ফলে রাজশাহী শহরবাসী এবং বিএনপির গণসমাবেশে অংশ নেওয়া লোকজনসহ ভোগান্তিতে পড়েন সংবাদকর্মীরাও। সমাবেশস্থলে আসা একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপারসন মাহফুজ আহমেদ বলেন, ‘শনিবার সকাল ৮টায় ও ৯টায় আমরা লাইভ করেছি। কিন্তু ১০টায় লাইভ করতে গিয়ে দেখি মোবাইল ইন্টারনেট নেই। পরে অফিসে গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাহায্যে ফুটেজ পাঠিয়েছি।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন