শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

দেশ

বরগুনায় বিপৎসীমার ওপরে নদীর পানি, ঘরবাড়ি প্লাবিত

নিউজজি ডেস্ক ১১ আগস্ট, ২০২২, ১৮:১২:১১

180
  • ছবি : সংগৃহিত

ঢাকা: বরগুনার নদীগুলোতে জোয়ারের পানির চাপ আরো বেড়েছে। বর্তমানে পায়রা, বিষখালী ও খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩.২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে নদীপাড়ের নিচু এলাকার ৮ থেকে ১০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, বরগুনার নদীগুলোতে পানির পরিমাণ আরো বেড়েছে। নদীর পানি নিচু এলাকাগুলোতে ঢুকতে থাকায় সদর উপজেলার ধুপুতি, কুমড়াখালী, বড়ইতলাসহ ৮-১০ গ্রামের ঘরবাড়ি তলিয়ে যেতে শুরু করেছে। বেশিরভাগ এলাকার রাস্তাঘাট এখন পানির নিচে। রান্নাঘরের চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় খাবার সংকটে কয়েক হাজার মানুষ।

ধুপুতি এলাকার এক বাসিন্দা জানান, গত রাতে রান্নাঘরে পানি ঢুকে পড়েছে। সকালে উঠে পরিবারের জন্য রান্না করতে পারেনি। বর্তমানে ঘরে বসে আছেন তারা। তিনি বলেন, ঘরে যে শুকনা খাবার আছে তা দিয়েই হয়তো আজ চলে যাবে সবার। তবে পানি না কমলে ভোগান্তি আরো বাড়বে।

একই এলাকার আরেকজন জানান, ২ দিন ধরে নদীতে পানির চাপ বেড়েছে। তাদের ঘরবাড়ি প্লাবিত। তবে প্রশাসনের কর্মকর্তারা তাদের কোনো খোঁজ নেননি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদেরও কাছে পাননি তারা।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, পানিতে প্লাবিত মানুষদের সহায়তা করা হবে। স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে খোঁজখবর নেয়া হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন