মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি ১৪ মে, ২০২২, ১১:৩১:৩৯
ছবি : নিউজজি
নরসিংদী: মনোহরদীতে আসন্ন তিন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে কাদির, এমদাদ ও রমিজ মাস্টার আওয়ামী লীগের প্রার্থিতা লাভ করেছেন। আগামী ১৫ জুন (বুধবার) মনোহরদীর ৩টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত ২৬ শে ডিসেম্বর মনোহরদীর ১২টি ইউপির মধ্যে ৯ ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়। সে সময় মেয়াদ শেষ না হওয়ায় চরমান্দালিয়া, খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচন বাকি থাকে। সে অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হবার পর আগামী ১৫ জুন এ ৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ইউনিয়ন ৩টিতে শুক্রবার (১৩ মে) তাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করে নাম ঘোষণা করেছেন বলে জানা গেছে।
মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় জানান, তিনি বিষয়টি শুনেছেন। মনোনয়ন বোর্ড প্রার্থীদেরকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করবে।
মনোনয়নপ্রাপ্ত চরমান্দালিয়া ইউনিয়নের চেয়ারময়ান আব্দুল কাদির জানান, তিনি মোবাইলে মনোনয়ন বোর্ডের ম্যাসেজ পেয়েছেন। আজ চিঠি আনতে যাচ্ছেন।
কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ জানান, তিনিও বিষয়টি অবহিত হয়েছেন। আজ চিঠি আনতে ঢাকা যাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সংবাদ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে এ মনোনয়নের খবর জানা গেছে। সে অনুযায়ী মনোনয়ন বোর্ডের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন চরমান্দালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদির, কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ।
ইউনিয়ন দুটিতে বর্তমান চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন লাভ করলেও খিদিরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল মনোনয়ন পাননি। তার স্থলে এখানে নতুন প্রার্থী রমিজ উদ্দীন মাস্টার খিদিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছেন।
নিউজজি/এসএম/নাসি
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.