নিউজজি প্রতিবেদক ১৮ জানুয়ারি, ২০২২, ২০:০৩:৩৭
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি বাসদের
ঢাকা : গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেছেন, করোনার কারণে জনগণের অর্থনৈতিক দুর্দশা ও কর্মহীনতা বেড়েছে। এরপর বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও বাস ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে এমনিতেই নাভিশ্বাস উঠেছে। এর উপর গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে তা মানুষের জীবনযাপনকে ভয়াবহ দুর্বিষহ করে তুলবে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করা হলে দাম বৃদ্ধি তো দূরের কথা দাম কমানো সম্ভব। কিন্তু সরকার সে পদক্ষেপ না নিয়ে জনগণের কাঁধে দুর্নীতি ও লুটপাটের বোঝা চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি মূল্য বৃদ্ধির অশুভ পাঁয়তারা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানানোর পাশাপাশি মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.