বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

দেশ

চট্টগ্রামে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা আদায়

চট্টগ্রাম প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর, ২০২১, ২১:১৫:১৭

261
  • ছবি : নিউজজি

চট্টগ্রাম: নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য তৈরি ও বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বিক্রি করায় একটি মিষ্টান্ন কারখানার মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস’র নেতৃত্বে লালখান বাজারস্থ চাঁনমারী রোডে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ ভাবে নির্মাণ সামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে বাঁধা তৈরীর দায়ে ২ ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়াসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহযোগীতা করেন।

নিউজজি/ এসআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন