রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী ফরহাদের

নিউজজি ডেস্ক ৬ জুলাই , ২০২৫, ১৬:০৯:৩৭

97
  • ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী ফরহাদের, দিনবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন যশোরের ফরহাদ হোসেন রনি (৩১)। কিন্তু ভাগ্য তাকে ফিরতে দিল না সাফল্য নিয়ে, ফিরছেন লাশ হয়ে।

শনিবার (৫ জুলাই) মালয়েশিয়ার শেরেমবান শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় একটি ক্রেনের চেইন ছিঁড়ে গিয়ে ফরহাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরহাদ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ সরদারের একমাত্র ছেলে।

২০২৩ সালের জানুয়ারিতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করে মালয়েশিয়া পাড়ি দেন ফরহাদ। সেখানকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তার পাশেই কাজ করছিলেন একই গ্রামের আরেক শ্রমিক আবদুল কুদ্দুস। সকাল ৮টার দিকে হঠাৎ ক্রেনের চেইন ছিঁড়ে ফরহাদের গায়ের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবরটি সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের ফোন করে জানান কুদ্দুস। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকেরা মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যেই মরদেহ দেশে পৌঁছাবে।

ফরহাদের বাবা মাহামুদ সরদার ভেঙে পড়েছেন একেবারে। তিনি বলেন,‘ফরহাদ ছিল আমার একমাত্র ছেলে। অনেক স্বপ্ন নিয়ে ওকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন সে স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে গেল। পাঁচ লাখ টাকা ঋণ করেছিলাম ওকে পাঠাতে, এখনো সব শোধ হয়নি। এখন কিভাবে চলব, ওর স্ত্রী আর পাঁচ বছরের মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিছুই বুঝে উঠতে পারছি না।’

ফরহাদের পরিবারে রয়েছেন তার স্ত্রী, পাঁচ বছর বয়সী মেয়ে, মা-বাবা এবং বিবাহিত বোন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

 প্রবাসী জীবনের নির্মম বাস্তবতা ফের প্রমাণ করল স্বপ্নের দেশে সব সময় স্বপ্ন পূরণ হয় না। অনেক সময় তা পরিণত হয় হৃদয়বিদারক এক ট্র্যাজেডিতে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন