মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় দুই বিনোদন কেন্দ্র থেকে আটক ২৩ বাংলাদেশি

নিউজজি ডেস্ক ৪ জুন , ২০২৫, ১৭:০৮:৩৭

85
  • ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় জোহর রাজ্যে দুটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ২৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি। বুধবার (৪ জুন) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা।

বিবৃতিতে তিনি বলেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টুল্যাং লাউটে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিট থেকে রাত ২টা ১৫ পর্যন্ত অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১১১ জন নারী ও তিনজন পুরুষ, ভিয়েতনামের ৪৩ জন নারী ও ১৩ জন পুরুষ, বাংলাদেশের ২৩ জন পুরুষ এবং ভারতের ১৪ জন পুরুষ রয়েছেন।

এছাড়াও পাকিস্তানের ১০ জন পুরুষ, নেপালের ৭ জন পুরুষ, চীনের চারজন পুরুষ ও একজন নারী, লাওসের চারজন নারী এবং ইন্দোনেশিয়ার তিনজন পুরুষকে আটক করা হয়েছে।

বৈধ পাস বা পারমিট ছাড়া অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানের জন্য আটক অভিবাসীদের বিরুদ্ধে ধারা ৬(১)(সি) ও ধারা ১৫(১)(সি)-এর অধীনে অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে মালয়েশিয়ার সেতিয়া ট্রপিকা ডমেস্টিক কমপ্লেক্সের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন