মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

প্রবাস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় কূটনৈতিক সম্মানে নৈশভোজ

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব ১০ এপ্রিল , ২০২৫, ১৭:০৩:৪০

142
  • ছবি : নিউজজি

সৌদি: ৫৪তম “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উদ্যাপন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে বুধবার (৯ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে “৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” জেদ্দাস্থ রেডিসন ব্লু হোটেলে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সা’দ আল শেহরী সহ দেশি ও বিদেশি অতিথিবৃন্দদের মান্যবর কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বিশেষ দোয়া করা হয়। অতঃপর মান্যবর কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির তার বক্তব্য পেশ করেন। তিনি “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে সৌদি আরবসহ বিভিন্ন দেশের বিদেশি অতিথিবৃন্দকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান। সৌদি আরবের সাথে বাংলাদেশের দীর্ঘ দিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্ণনা করে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে তাদের গুরুত্ব তুলে ধরেন। প্রবাসীদের বৈধ পথে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ঠিক তেমনি সৌদি আরবের উন্নয়নেও প্রবাসীদের অবদান অনেক এবং সেই সাথে সৌদি আরবের প্রচলিত আইন, নিয়ম-কানুন ও সামাজিক রীতিনীতি সকল ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল রাখার আশা ব্যক্ত করেন।

মান্যবর কনসাল জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন স্বাধীকার আন্দোলনে দেশের জন্য আত্ম উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও আত্মাহুতির মাধ্যমে একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ার এক অসাধারণ সুযোগ আমরা পেয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতি বিষয়ে একটি আলোক চিত্র প্রদর্শন করানো হয়। শেষে অতিথিদের জন্য নৌশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের কনস্যুলেটের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বাংলদেশি ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটি প্রতিনিধিগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন