মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাস

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন “সৌদি আরব” কেন্দ্রীয় কমিটি শাখা গঠন

চট্টগ্রাম অফিস ২৩ সেপ্টেম্বর , ২০২৪, ১৭:০০:০১

49
  • লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন “সৌদি আরব” কেন্দ্রীয় কমিটি শাখা গঠন

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন “মানবতার কল্যাণে আমরা” স্লোগানকে বুকে ধারণ করে ২০২০ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে দেশ-বিদেশে মানুষের মনে জায়গা করে নিয়েছে “লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন”। তারই ধারাবাহিকতায় (২২ সেপ্টেম্বর) সোমবার লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে মোট ২০ জন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজুল আজিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এবং প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর স্বাক্ষরিত একপ্যাডে ২০২৪-২০২৭পর্যন্ত মোট তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এতে নব-নির্বাচিত কমিটিতে রফিক আহমদ ও মারুফ হুসাইনকে উপদেষ্টা করে সভাপতি মুহাম্মদ পারভেজ ও সাধারণ সম্পাদক তৌছিফ রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মন্সুর আলম, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরমান, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বেলাল, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ মারুফুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ হুসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইমরান খান (বাপ্পী), ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জহির, নির্বাহী সম্পাদক মুহাম্মদ আখতার ফারুক, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সালেহ মুহাম্মদ নোমানকে স্হান দেওয়া হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন