শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ , ১৬ মুহররম ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় ৩২ বাংলাদেশিসহ ১০২ অভিবাসী আটক

নিউজজি ডেস্ক ২৬ জুলাই , ২০২৪, ০০:১৩:৫৬

184
  • মালয়েশিয়ায় ৩২ বাংলাদেশিসহ ১০২ অভিবাসী আটক

ঢাকা: মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে ৩২ বাংলাদেশিসহ ১০২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টিভি তিগার।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, মঙ্গলবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বুধবার (২৪ জুলাই) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়। এ সময় বিভিন্ন প্রকল্প, বিনোদন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান ও খাবারের দোকানসহ ১৮টি স্থানে অভিযান চালানো হয়।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, পাসের অপব্যবহার এবং বৈধ নথি না থাকার বিষয়ে অভিবাসন বিভাগে স্থানীয়রা অভিযোগ করে। পরে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই অভিযানে মোট ১২৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০২ জন অভিবাসীকে আটক করা হয়। যাদের বয়স ১৭ থেকে ৫৫ বছর। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৩২, ইন্দোনেশিয়ান ২৬, পাকিস্তানি ৫, মায়ানমার ১, ভারতীয় ৫, চীনা ১৫, ৮ জন থাইল্যান্ডের নাগরিক রয়েছে।

কেনিথ আরও বলেন, আটককৃতদের বিষয়ে আরও তদন্তের জন্য তাদের নেগেরি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন