শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

প্রবাস

স্যামসাং-মুখেশে বড় জয়ে সিরিজ জয়ের উৎসব ভারতের

স্পোর্টস ডেস্ক ১৪ জুলাই , ২০২৪, ২০:৫২:২১

218
  • মুখেশের উইকেট উৎসব। ছবি-ক্রিকইনফো

ভারত : ১৬৭/৬ (২০.০ ওভারে)

জিম্বাবুয়ে : ১২৫/১০ (১৮.৩ ওভারে)

ফল : ভারত ৪২ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : শিবাম দুবে (ভারত)।

প্লেয়ার অব দ্য সিরিজ : ওয়াশিংটন সুন্দর (ভারত)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ পেরিয়ে জিম্বাবুয়ে সফরের শুরুতে কি ধাক্কাই না খেয়েছিল ভারত। হারারেতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হেরে তারুণ্য নির্ভর দলটি ভারত ক্রিকেট বোর্ডকে দিয়েছিল অশনি সংকেত।

তবে জিম্বাবুয়ে সফরের শুরুতে ওই হারটাই তাঁতিয়ে দিয়েছে ভারতকে। হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১০০ রানে জিতে মধুর প্রতিশোধ নিয়ে সেই যে শুরু করেছে, সিরিজের চতুর্থ ম্যাচ ১০ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে। সিরিজের শেষ ম্যাচ ৪২ রানে জিতে ৪-১ এ সিরিজ জয়ের উৎসব করেছে ভারত।

সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। স্কোরশিটে ৪০ উঠতে ৩ উইকেট হারিয়ে দুর্ভবনায় পড়েছিল ভারত। সেখান থেকে ৪র্থ উইকেট জুটিতেসানজু স্যামস্যাং-রায়ান প্রাগের ৫৬ বলে ৬৫ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের উপায় খুঁজে পেয়েছে ভারত।

৫ম জুটিতে যোগ করেছে ভারত ৩৯ বলে ৫০ রান। জিম্বাবুয়ে সফরে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন স্যামসং (৪৫ বলে ১ চার, ৪ ছক্কায় ৫৮)। দুবে ১২ বলে ২৬ এবং প্রাগ ২৪ বলে ২২ রান করেছেন। এই তিন ব্যাটারের কল্যানে ভারত স্কোর দাঁড় করিয়েছে ১৬৭/৬।জিম্বাবুয়ে বোলারদের মধ্যে পেসার মুজারাবানি পেয়েছেন ২ উইকেট (২/১৯)।

জবাব দিতে এসে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪৭/২ স্কোরে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। তবে মুখেশ কুমারের ক্যারিয়ারসেরা বোলিং (৪/২২) এবং শিবাম দুবের মিতব্যয়ী বোলিংয়ে (২/২৫) ১২৫ রানে ইনিংস গুটিয়ে ফেলে জিম্বাবুয়ে। 

৮ম উইকেট জুটিতে ১৬ বলে ৩৬ রান যোগ করতে না পারলে তিন অঙ্কের নাগাল পাওয়া দুরূহ হতো জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে মায়ার্স করেছেন ৩২ বলে ৩৪, ফারাজ আকরাম করেছেন ১৩ বলে ২৭ রান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন