শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

প্রবাস

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করবে বাংলাদেশ-মালয়েশিয়া

নিউজজি ডেস্ক ১০ মে , ২০২১, ০০:৫৩:৪৭

323
  • ছবি : ইন্টারনেট

ঢাকা: বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ দিনের। দুই দেশের সম্পর্কোন্নয়নের দৃঢ়তায় ২০২২ সালে উদযাপন করা হবে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান।

শনিবার (৮ মে) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার অ্যাষ্ট্রো আওয়ানি টেলিভিশনে প্রচারিত ‘আওয়ানি গ্লোবাল’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। রিজাল জুলকিপলির উপস্থাপনায় ‘আওয়ানি গ্লোবাল’ অনুষ্ঠানে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া। এ স্বীকৃতির ধারাবাহিকতায় ২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে বলেও সাক্ষাতকারে জানালেন হাইকমিশনার।

এসময় বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা চলমান কোভিড-১৯ মোকাবিলায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করে হাইকমিশনার বলেন, বর্তমানে এটি মোকাবেলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

২৬ মিনিটের সাক্ষাতকারে হাইকমিশনার আরও বলেন, বর্তমানে মালয়েশিয়ায় ২৮ হাজারেরও অধিক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। তাদের মাধ্যমে বিস্তৃত হচ্ছে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন । এছাড়া উপযোগী ও অনুকূল পরিবেশ থাকায় প্রতি বছর দেড় লাখেরও বেশি বাংলাদেশি মালয়েশিয়া ভ্রমণে আসেন।

এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীরা সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে রয়েছে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা। অনেক মালিকের কর্মী হিসাবে বাংলাদেশিদের পছন্দ। কারণ বাংলাদেশি কর্মীরা কর্মঠ।

অনুষ্ঠানে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে হাইকমিশনার বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন