শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
গল্প

নত‌ুন সূ‌র্যোদয়

নিরব আহম্মদ ডিসেম্বর ১৭, ২০১৭, ১৪:০৯:০৬

6K
  • নত‌ুন সূ‌র্যোদয়

পূর্ব আকাশ রাঙা,

সূর্য ওঠেনি যদিও

প্রত্যুষের প্রার্থনা শেষ করে

জানালায় গিয়ে বসি,

দেখি আর একটি

নতুন সূর্যোদয়।

অপার সম্ভাবনাময়

নতুন সূর্যোদয়।

৯ মাস যুদ্ধ শেষে

ত্রিশ লক্ষ শহীদের

রক্তে লাল টুকটুক

রক্তিম সূর্যোদয়।

চারিদিকে নরম মৃদু

বাতাসের মায়াবী স্পর্শ

অতিক্রম করেছে সব বাধা।

মুক্তি বাহিনীর বীরত্বে

অংকিত চির সবুজ

আমি চোখ খুলে দেখি,

আমার আগামী।

পৃথিবীর সব সৌন্দর্য

আনন্দ যেন চারপাশে,

লাখো শহীদের রক্তেরাঙা

এক নতুন সূর্যোদয়।

আমি মহান বিজয়ের

প্রশংসায় মগ্ন হই,

লাল টকটকে সূর্য

বিজয়ের গৌরবগাথা

একটি নতুন সূর্যোদয়।

আমি প্রাণভরে উপভোগ করি

মহাকাব্য স্বাধীনতাকে।

আমার দেহ-মন

স্নিগ্ধতায় ভরে ওঠে,

বিজয়ের উন্মাদনায়

আমি মুগ্ধ হই।

মা-মাটির সতেজ

দেহ, উর্বরতায় মুগ্ধ করে।

মৃদু বাতাস আমায়

জানান দেয় আমি মুক্ত;

অহংকারের দেশ

সূর্যোদয়ের দেশ

চির সবুজের লীলাভূমি

প্রিয় বাংলাদেশ।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন