শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

সোনারগাঁয়ের লোকমেলা

রবীন্দ্র গোপ জানুয়ারি ৭, ২০১৮, ১৪:২১:৪০

699
  • সোনারগাঁয়ের লোকমেলা

সোনারগাঁয়ের লোক মেলায় আসছে কত লোক

আনন্দেরই উৎসবেতে আসছে কত লোক॥

কেউবা কিনছে মাটির পুতুল

কেউবা কাঁঠের ঘোড়া

কেউবা কিনছে বসার আসন

হাতে গড়া একটি বেতের মোড়া॥

কেউ কিনছে শীতল পাটি

কেউ কিনছে ঘটি বাটি

বঙ্গবন্ধুর সোনার বাঙলার

আসছে মানুষ খাঁটি॥

এ বাঙলায় হবে না আর

কোন জঙ্গীর ঘাটি

শত শত হাজার হাজার

আসছে মানুষ খাঁটি॥

শিশু কিশোর তরুণ যুবক

দোলছে, কাঠের দোলনায়

সোনারগাঁয়ের লোক মেলা

কেউ তো ভুলোনাইরে বন্ধু

তোমরা ভুলনায়॥

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন