মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ , ৬ জিলকদ ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

তুমি অনন্যা

দীনেশ বর্মণ জানুয়ারি ৪, ২০১৮, ১২:৫৫:২২

12K
  • তুমি অনন্যা

অনেক জগৎ ঘুরে এলাম

পেলাম না মনের মতো

সবার থেকে তুমি আলাদা

এখন বিশ্বাস হলো।

সত্যি তুমি অপরূপ, অনন্যা

এ কথাটি তোমার সাথে যায়

দুচোখে দেখি তোমার হাসি

কি করে আমি ভুলি।

তোমার রূপের নেই তুলনা

জগতের অন্যতম অনুপমা

আমার গহন অরণ্যে তরঙ্গ তোলে

নীরবে সাগর পাড়ে। 

তুমি মিষ্টি সুরে গান গাও

মধুর ধ্বনি তরঙ্গ তোলে

ময়নাপাখির মতো কথা কও 

তোমার কথা কণ্ঠে বাজে।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন