বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

প্রায়শ্চিত্ত

অনির্বাণ মিশ্র আগস্ট ৬, ২০১৭, ১৫:৪৭:৪৮

3K
  • প্রায়শ্চিত্ত

তোর আলতো হাতের ছোঁয়ায়

আধো আধো আবদারের জ্বালায়

পুড়েছি রোজ। 

তোর ধীরে ধীরে বেড়ে ওঠায়

বোনেদের ভাইফোঁটায়

অতীত খোঁজ। 

কিন্তু তোকে চাইব না বলে

তোর মাকে হসপিটালে

তক্ষুণি নিয়ে যেতে 

আমার জোরাজুরি। 

হার মেনে মাতৃত্বের কাছে

পিতৃত্বের ঝাপসা কাচে

তোর হামাগুড়ি । 

অপরাধী মন রোজ লজ্জায়

তোর আলতো হাতের ছোঁয়ায়

ক্ষমা চায়। 

সুখী পরিবার তকমার গায়ে

নিঃসাড়ে লুকিয়ে যায়

অভিপ্রায় । 

কিন্তু যখন কোনো রাতে

ঘুমিয়ে পড়িস আমার কাঁধে

‘‘একতা দল্প বলনা” বলতে বলতে

সেই গল্পের চোর সিপাই 

কান্না মোছে রাতদিন তাই

তোর বাবাই।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন