শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

পিয়াস মজিদের ৫টি কবিতা

 জুলাই ১৭, ২০১৭, ১৭:০৭:০৫

6K
  • পিয়াস মজিদের ৫টি কবিতা

লাবণ্যরিক্ত

অবিরত বেজে চলেছে

গোলাপের সুরভিত নহবত।

রাত্রির কালো কোরাসে

মিশে গিয়ে দেখি

আজকের কাননে

আঁধার মূলত সমুজ্জ্বল।

আর ঘুমন্ত স্নায়ুর ভেতর

জাগ্রত রক্তমিনার;

আরো রক্তাভ হবে বলে

দশদিগন্তের হাট ঘুরে কিনছে

খয়েরি-সবুজ-রুপালি রোদন।

নিঃসুর ভোরের কাছে

রেখে গেলাম

আমার এই নিশিচ্যুত মীড়;

নতুন সুরকুসুম ফুটল বনে।

২.

কুহুবন

তোমার শীতপ্রাসাদ থেকে ছিটকে পড়লাম

এই কুঁড়েঘরে;

ডাকনাম ফাল্গুন তার, ভালো নাম চৈত্র।

পাতাঝরার কাকলিসব গোর দিয়ে

ফিরে ফিরে আসি তোমার দিকে;

নতুন পত্রালির খোঁজে;

দেখি নৃত্য মৃত, নাচের রশ্মি শুধু ঝুলে আছে

রক্ততরুর শাখায় প্রশাখায়।

অর্থাৎ বসন্ত মানেই নয় নিরঙ্কুশ সবুজ

হরিতের শিরার সমতালে বয়ে চলে

লাল মোহরের নদী,

আমি সে রঞ্জিত জলধারায় ছেড়ে দিলাম জয়যান।

কোকিল, রাত্রিভোর অগ্নিপাতে

তোমার পুড়ে যাওয়া কুহু নির্মাণ করেছে

আমার সে অনিন্দ্যযানের প্রতিটি চাকা।

৩.

রক্তরাগ

উড়ে গেছে ময়ূরী

এখন আমার কেকাদগ্ধ দিনরাত।

পোড়া প্রহরের স্তূপে

এত তারাপাহাড়ের সিঁড়ি বুনে গেল কে !

নিরুত্তর চন্দ্রিমার শেষ মাথায়

অবচেতন-গোরস্তানের প্রস্ফুটন শুধু

আর দিকে দিকে নূতন নূতন মৃত্যুর কেতন।

সেই থেকে ময়ূরী মানে একপ্রকার নিঠুর রাগিণী।

৪.

তারায় পাওয়া

স্বপ্নের ভেতর কত জলাভূমি, দাহপথ।

বিজন স্বপনমহলে নিত্য আসা-যাওয়া

তবু পাইনি অগ্নি

পাইনি ভেলা

খিড়কি আর সিংহদরোজায় দিনরাত বাঁধা থাকে

শুধু এক রক্তরথ।

এই উড়ন্ত নাও দিগ্বিদিক ঘুরেফিরে থামে যেখানে

তা তো নীলিমার রেশমি সমাধি।

সে সমাধির এককোণে ফুটে আছি ফুল;

বাস্তুচ্যুত, স্বপ্নহীন।

দূর সমুদ্রও ঠেকিয়ে রাখতে পারছে না

আমার অপজন্মের ঢেউ।

৫.

শিল্পী

কাকভোরে ঘুম ভেঙে যায় মা’র

সেই সকাল থেকে শুরু হয়

তার শিল্পকলার আয়োজন।

গনগনে উনুনের আঁচ সইতে সইতে

আর নাশতার টেবিল সাজানোর মধ্য দিয়ে

তিনি রচনা করেন অনুপম ভৈরবী।

দুপুরের দিকে এই গীত

আরো ঘন হয়

মধ্যাহ্নভোজের চকমকি বাহারে।

সূর্য ডুবতে না ডুবতেই

আবার তার ওপর ভর করে

রন্ধন-পূরবী।

রাতের খাবার শেষে

আমরা টের পাই

দিনভর মায়ের গেঁথে তোলা গানটার

সম্পূর্ণ সুর-তাল-লয়।

আজন্ম দেখছি

মায়ের এমন নিবেদিত সাধনা।

এখন আর কাউকে

তার চেয়ে বড় শিল্পী মনে হয় না।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন