বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

জব্বার আল নাঈমের ৫টি কবিতা

 জুন ২০, ২০১৭, ১৫:৪৬:৩৩

3K
  • জব্বার আল নাঈমের ৫টি কবিতা

১.

রক্তমাখা ইটের গল্প

একবার আমেরিকা গ্লাসভরা ক্রোধের পানি

আফগানিস্তানের দিকে ছুড়ে মারে

ব্যথা পাওয়ার পরিবর্তে হেসে ওঠে তারা—

আবার মুঠোভরা মাটি মারল ইরাকের গায়ে

গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় খোমেনি

বিভ্রান্ত মজলিশ পানি আর মাটি একত্র করে 

কাদার পিরামিড বানিয়ে

আগুনে নিক্ষিপ্ত করল আমাকে

এর পর বেরিয়ে এলো রক্তমাখা ইটের শরীর

ইটের আঘাতে ক্ষত-বিক্ষত বিশ্বের হৃৎপিণ্ড

কেউ জানে না—

সে যে রক্তমাখা ইটের আরেকটি নাম!

২.

পাগলনামা ও বৈশ্বিক বিভাজন 

মুখের ভাষা নয়, মানুষের শরীর দেখে 

বুঝে নিই সংবিধিবদ্ধ সতর্কীকরণ!

গামছাপরিহিত এক পাগল পাবনার রাস্তায় হাঁটার সময় 

দেখল—পথের মোড়ে ফুলহাতে দাঁড়িয়ে আছে 

আরেক ন্যাংটা পাগল—যে তার প্রেমিকার অপেক্ষায় 

হাতের কর গুনছে

ঝলমল রোদ শহরের দপ্তর সাজিয়েছে, পাগলের প্রেমিকা আসবে

প্রথম পাগল : পরনের লুঙ্গি কই রে তোর?

দ্বিতীয় পাগল : গরিব মানুষ; তা পামু কই?

প্রথম পাগল নিজের পরনের গামছা খুলতে খুলতে— 

হেই কতা আমারে কইবি না?

তারপর ধমকের ভঙ্গিতে—ধর এইডা প্যাঁচায়া নে!

এভাবেই প্রতিবেশীর প্লেটে ভাতের সঙ্গে তুলে দিচ্ছি—

ফারাক্কা, টিপাইমুখ, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ অসংখ্য নমস্য!

৩.

রিফিউজি

কনকনে শীতে গরম কফিকাপ 

স্পর্শ করেছে ডোনাল্ড ট্রাম্প 

আর কিম জং উন

দেখছে শত তামাশা

ভারত দৌড়াচ্ছে

চিন মাথা তুলছে

তির-ধনুক হাতে রাশিয়া

সরল-গরল জাপান হাসছে 

ভয়ে অস্থির আমি

ডায়রিতে বাংলাদেশের মানচিত্র এঁকে 

বুকপকেটে লুকিয়ে রেখেছি।

চারপাশে অসংখ্য রাজহাঁসের ডিম;

ডিনামাইট

বেলুনভর্তি নিউক্লিয়ার বোমা

দ্রুম দ্রুম দ্রুম...

দাঁড়িয়ে আছি রিফিউজির কাতারে...  

৪.

অপেক্ষাগুলো ছুড়ে ফেলেছি

সদরঘাটে শহরের মরা নদী বাঁকা হয়ে শুয়ে আছে

মালবাহী জাহাজ অদৃশ্য প্রবল রক্তস্রোতে

সদরঘাটের কলাবিক্রেতা-কুলি ও কামলা মানুষ

ওপারে প্রিয়জনের অপেক্ষা- ঢাকা টু চাঁদপুর 

পরিত্যক্ত নদীর উপর ছোট ব্রিজ; ব্রিজে গাড়ির বহর

আমি ধনাগোদা দুপুর রোদের মতো নিঃসঙ্গ

মা অথবা অন্য কেউ অপেক্ষার নিঃসঙ্গতায় হাঁটাহাঁটি করেন।

অপেক্ষার ঘাড়ে আয়-রোজগার, বিয়ে, মায়ের সুখ

স্বামী-ফেরত ফাতেমার দ্বিতীয় বিয়ে

অসুস্থ আব্বার চিকিৎসার খরচ

অতি মেধাবী ভাইয়ের বিশ্ববিদ্যালয় ভর্তি

প্রিয় শিশুমেলা স্কুলের সভাপতি

দীর্ঘ কবিতা লেখা আঁকা কাগজ

আর চাকরির বিনিময় কয়েক লাখ টাকা।

অনেকগুলো নান্দনিক অপেক্ষা একত্রে এক জুম্মাবার

শহরের ডাস্টবিনে ছুড়ে ফেলেছি- হয়তো তোমাকেও।

৫.

জিকির

গুলবদন

তোমার রূপে অন্ধ হয়ে পথ হারায় একবিংশ শতাব্দী

এশিয়া-আমেরিকায় যুদ্ধ যুদ্ধ খেলা

পুড়ে গেছে জাপান ধ্বংস বোমে

ফিলিস্তিন উদ্বাস্তু শিবির

বিশ্বাসের খরায় 

বিপথে আফ্রিকা

মুমূর্ষু আদিবাসী অস্ট্রেলিয়া

ভেঙে পড়ে মানুষের শির

আজও পত্রপল্লবে গুলবদন গুলবদন জিকির

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন