বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

পরিচয়

হুমায়ূন আকাশ জুন ১৩, ২০১৭, ১৩:০০:২৪

623
  • পরিচয়

পড়

কাকে?

নিজেকে শুধুই

নিজেকে, স্বীকারে

আর অস্বীকারে।

বীজ থেকে শিকড়ে ও ডালে আর পাতা ফুলে ফলে

এজীবন মৌল থেকে অগ্রে;

উপাসনালয় থেকে বেশ্যালয়ে

প্রান্ত থেকে কেন্দ্রে, আছি সেই

নিরাকারের মত সাকার হয়েই সর্বত্রে।

গ্রিসের প্রশ্নের তীরে আর ওই চীনের

মৃৎ চায়ের পেয়ালায় বাষ্পীয় মৌনতার নীরব নিমগ্নে

ল্যাটিনের লাটিমে ও লাল ভারতের সেই মায়ামগ্নে

আফ্রিকার নগ্নে আরবের তারাদের কথোপকথনে

অনার্য আর্যের ভারতীয় ধ্যানে আর জ্ঞানে

এ সম্প্রদায়ের স্রোত আজ কি বা বলে

কখনোই কোনো বার্তাবাহক ছিল না

সর্বক্ষণে সচেতনে সকলেই জ্ঞানের বাহক

কবি: হুমায়ূন আকাশ

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন