শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

ত্যাগ

মাইন উদ্দিন পাঠান মার্চ ২৬, ২০১৭, ০১:২৪:২২

592
  • ত্যাগ

স্বাধীনতা চাই স্বাধীনতা চাই
যার যা পাই তার তা খাই,
স্বাধীনতা চাই স্বাধীনতা চাই
শান্তি নাইরে শান্তি চাই।

রাক্ষসে ভাই ভরছে দেশ
তুমি বন্ধু ধরছো যে বেশ,
শান্তি তুমি কোথায় পাবে
নিজেই যদি সবটা খাবে।

মুক্তি চাইরে মুক্তি চাই
সবই লুটবো খাবো তাই,
মুক্তি চাইরে মুক্তি চাই
সুখ নাইরে ভাই সুখ চাই।

ভক্ষণ যদি সবটাই করবে
তুমি স্বার্থপর অাগে মরবে,
সুখ পেতে ত্যাগ যে লাগে
বিলিয়ে দে সবার ভাগে।


(কবি- অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন