শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

সমাপ্ত

সাহরিয়া আলফাজ সিমি ফেব্রুয়ারি ১১, ২০১৭, ১৬:৩৪:৪২

629
  • সংগৃহীত

আজ মুক্ত আমি,

ঝাপটানো ডানা 

খুব ক্লান্ত।

নির্বিকার কাজ আর আমি,

শীতের সকালে খুব শ্রান্ত।

অস্থির কাজের বলয় ছেড়ে,

সব দায়িত্ব পরিসমাপ্ত।

আজ হাফ ছেড়ে দম ফেলে,

অতলে হারাব আমি জলজ্যান্ত।

আধার হতে আলোতে এসে,

যাব ফের আধারেই ভালবেসে।

আমার যাবার বেলা শেষে,

অনেকেই উঠবে হয়তো হেসে।

এ হাসি শেষ হাসি নয়,

আবারো গেয়ে উঠবে আত্মার জয়,

ক্লান্ত দেহের অস্থির ক্ষয়।

চলে যাই, আসব না আর,

তোমাদের ঐ হিংস্রতার দ্বার।

আজ মন খুব ভার,

তাতে যায় বা আসে কার।

আজ মিথ্যার জয়,

ধ্রুব সত্যের নয়।

পরিমল বাতাসের গন্ধে,

জেগে উঠব নব আনন্দে।

তবু বলে যাই,

কেন মিথ্যের জয়,

ধ্রুব সত্যের নয়।

নীপিড়ন,

গ্লানি আর চক্রের ফাদ,

কবে উঠবে তব ঝাপসা চাঁদ।

নেমে আসবে প্রতিটি রাত,

ঘুমাব ফিরে হয়ে এক কাত,

চরণ মাড়াবে এক মুক্ত ছাদ।

বিদায় বন্ধুরা মনে রেখ আমায়,

ভুলব না আমি বন্ধুরা তোমায়,

স্পষ্ট বক্তব্য কেন অস্পষ্ট হয়,

তোমাদের ছিলাম আর কোনদিন নয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন