শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য

আসছে কনকচাঁপার ‘কাটা ঘুড়ি’

নিউজজি প্রতিবেদক ৯ জানুয়ারি , ২০১৮, ১৬:২৬:৫৩

356
  • আসছে কনকচাঁপার ‘কাটা ঘুড়ি’

সুরের রাজকন্যা কনকচাঁপা তার অনন্য কণ্ঠবীণায় আমাদের সঙ্গীত পিপাসু মনকে রাঙ্গিয়ে যাচ্ছেন। গত কয়েক দশক ধরে দেশের সঙ্গীতভুবনকে গানে গানে আলোকিত করে চলেছেন নন্দিত এই কণ্ঠশিল্পী। তবে তিনি শুধু সঙ্গীতশিল্পীই নন, পাশাপাশি আরো কিছু পরিচয় রয়েছে তার। 

ছবি আঁকেন আবার লেখালেখিতেও রয়েছে বেশ নামডাক। বাজারে রয়েছে তার লেখা বেশ কয়েকটি বই। সেই ধারাবাহিকতায় কনকচাঁপা এবার প্রকাশ করতে যাচ্ছেন স্মৃতিচারণমূলক গদ্যের নতুন বই। যার শিরোনাম ‘কাটা ঘুড়ি’। আসছে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হবে বইটি।

গদ্যগ্রন্থটি নিয়ে কনকচাঁপা বলেন, ‘প্রতিটি মানুষই একটি দর্শন নিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমার জীবনের দর্শন আমার বাবা-মা। তারাই আমার জীবন-দর্শনের স্থপতি। তাদের সঙ্গে জীবনের নানান মুহূর্তের গল্পই উঠে আসবে বইটিতে।’

২০১০ সালে প্রকাশ হয় কনকচাঁপার প্রথম বই ‘স্থবির যাযাবর’। তারপর বাজারে আসে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’। তার তিন বছর পর এবার প্রকাশ পেতে যাচ্ছে ‘কাটা ঘুড়ি’ বইটি।

নিউজজি/এসএফ/এমকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন