শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

কবি রওশন রুবীর কবিতা ‘চাষী’

 ৬ জানুয়ারি , ২০১৮, ১৫:৫০:৪২

3K
  • কবি রওশন রুবীর কবিতা ‘চাষী’

একদিন আমি চাষাভুসা যখন গিয়েছি ঘরে মাঠ চষে

দেখি নদী ও তটে জোছনার তাপ পড়ছে খসে খসে।

কিছুপর বাসমতি চালের ভাতে রেখে গেঁয়ো হাত

জোছনার সাথে সুখ দুঃখের করছিলাম অনুপাত;

হাট ভাঙা হাটুরের পা পেরোয় পাশের অমলিন পথ

সেই পদধ্বনি আমায় বলে সুখি তুই; হয়েছি সহমত।

একরত্তি একরত্তি করে জমিয়ে রাখা ভালোবাসার ছানাপোনা,

খাঁচা ফেলে উড়ে গেছে সেই কবে, জল হয়েছে নোনা।

তারপর থেকে ছুঁই আমি ফসল, শ্বাস ছোঁয় দু'কুলের পাঁজর;

কলিজার কাছে বসে ধ্যানিবক পাহারায় শূন্য আসর।

দিন যেতে থাকে, যেতে থাকে, বুকের মধ্যে বাড়ে ঘুণ

দিন যতো যায়, সাথে বাড়ছে কোঠরে নাড়ার আগুন।

একদিন আমি চাষাভুসা চলে যাবো মেঘ বেয়ে বেয়ে

চাই বা না চাই পড়ে রবে সু আর দু'য়ের ছেলেমেয়ে।

তাদের জন্য আমার ফসল রইল মাঠের পরে মাঠ

বীজ দিও বুনে, ভরে রবে সবুজ তোমাদের সমতট।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন