শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

বিনোদন

বলিউড কাঁপাবে যেসব সিক্যুয়েলগুলো

নিউজজি বিনোদন ডেস্ক  জানুয়ারী ১৪, ২০১৮, ১৭:৪৫:২৫

3K
  • বলিউড কাঁপাবে যেসব সিক্যুয়েলগুলো

‘টাইগার জিন্দা হ্যায়’ এখনো বক্স অফিস কাঁপাচ্ছে। ‘এক থা তাইগার’ ছবির এই সিক্যুয়েল ২২ ডিসেম্বর রিলিজ হলেও এখনো পর্যন্ত আয় করেই যাচ্ছে। ৩২২ কোটি রুপি আয় করে ইতিধ্যেই সালমান খানের সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি হয়ে গেছে এটি।

এ বছর আরো অনেকগুলো দর্শকপ্রিয় ছবির সিক্যুয়েল মুক্তি পাবে। নিউজজি২৪ এর পাঠকদের জন্য এখানে সেই ছবিগুলো সম্পর্কে জানানো হলো- 

বাগি টু

টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত মার্শাল আর্ট বেজড অ্যাকশন ধর্মী সিনেমা ‘বাগি’ রিলিজ হয় ২০১৬ সালের এপ্রিলে। রিলিজের পরপরই অ্যাকশনধর্মী ফ্যানদের মন জয় করে নেয় সিনেমাটি। জনপ্রিয়তা ও বানিজ্যিক কথা মাথায় রেখে সিনেমাটির সিক্যুয়াল বানাচ্ছে এ সিনেমার প্রোডাকশন হাউজ। এ বছরের মার্চে রিলিজ পাবে ফ্র্যাঞ্চাইজির নেক্সট সিনেমা ‘বাগি টু’। ‘বাগি’ তে  বাগির সাথে শ্রদ্ধা কাপুরকে দেখা গেলেও এবার বাগির সাথে দেখা যাবে বাগির গার্লফ্রেন্ড দিশা পাটানিকে।

রেস থ্রি কাস্ট

রেস থ্রি

বলিউডের বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোর মধ্যে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো অন্যতম। সাঈফ আলী খান, ক্যাট্রিনা কাইফ, বিপাশা বসু অভিনীত এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘রেস’ রিলিজ হয় ২০০৮ সালে। ‘রেস’ রিলিজের ৫ বছর পর ২০১৩ সালে রিলিজ পায় এ ফ্রাঞ্চাইজির ২য় সিনেমা ‘রেস টু’। সাঈফ আলী খান, জন এব্রাহাম, দীপিকা পাড়ুকোণ, আমিশা প্যাটেল, জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত এ ছবিটিও বক্স অফিসে তুমুল ঝড় তোলে। দীর্ঘ অপেক্ষার পর এ বছরের জুনে রিলিজ হবে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘রেস থ্রি’। তবে এতদিন পর্যন্ত মেইন চরিত্রে সাঈফ আলী খানকে দেখা গেলেও থ্রিলারধর্মী এ সিনেমায় এবার সাঈফের জায়গায় দেখা যাবে সালমান খানকে। আব্বাস মুসতানের জায়গায় ডিরেক্টর হিসেবে থাকবেন রেমো ডি’সুজা।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু

নতুন তিন মুখ আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুন ধাওয়ানকে নিয়ে করণ যোহরের সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ২০১২ সালে রিলিজ পাওয়ার পরপরই বক্স অফিসে ঝড় তোলে। প্রায় ৬ বছর পর এ সিনেমার সিক্যুয়াল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ আসছে। তবে আগের সিনেমার কোন কাস্টই থাকছে না এ সিনেমায়। টাইগার শ্রফের সাথে এ সিনেমায় আর থাকছে অনন্যা পান্ডে ও প্রিয়াঙ্ক শর্মা। করণ যোহরের জায়গায় ডিরেক্টর হিসেবে থাকছেন পুনিত মালহোত্রা।

টু.ও

‘থালাইভা’ খ্যাত রজনীকান্ত অভিনীত সায়েন্স ফিকশন মুভি ‘রোবট’ মুক্তি পায় ২০১০ সালে। মুক্তির পরপরই সিনেমাটি ভক্তদের মন জয় করে নেয়। প্রায় ৮ বছর পর এ বছরই সিনেমাটির সিক্যুয়াল ‘টু.ও’ রিলিজ পাবে। ছবিটিতে ভিলেন হিসেবে থাকবেন অক্ষয় কুমার। আগের বারের মত এবারেও সিনেমাটির ডিরেক্টর হিসেবে থাকবেন এস. শঙ্কর।

টোটাল ধামাল

২০০৭ সালে মুক্তি পেয়েছিলো রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় দত্ত অভিনীত কমেডি ফিল্ম ‘ধামাল’। রিলিজের পরপরই সিনেমার কমেডির ফ্যান হয়ে যায় অনেকে। ২০১১ সালে ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজি মুক্তি দেয় ২য় সিনেমা ‘ডাবল ধামাল’। দর্শক চাহিদা ও বানিজ্যিক লাভের কথা মাথায় রেখে ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজি এ বছর মুক্তি দিতে যাচ্ছে ৩য় সিনেমা ‘টোটাল ধামাল’। এ সিনেমায় অভিনয় করবেন অজয় দেবগন, অনিল কাপুর,মাধুরী দীক্ষিতসহ আরো অনেকে।

হেট স্টোরি ফোর

২০১২-এ মুক্তি পেয়েছিল ‘হেট স্টোরি’ সিরিজের প্রথম সিনেমাটি। এই সিরিজের থ্রিলার-ধর্মী সিনেমাগুলোর প্রত্যেকটিই বক্স অফিসে বেশ সাফল্যের মুখে দেখেছে। চলতি বছরে মার্চে মুক্তি পাচ্ছে সিরিজের চতুর্থ সিনেমা ‘হেট স্টোরি ফোর’। এতে অভিনয় করতে দেখা যাবে উর্বশী রাওটেলাকে।

 

 

নিউজজি/আরডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন