বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

দেশ

নেত্রকোনায় শাশুড়ি হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১৯:১৩:৪৭

386
  • নেত্রকোনায় শাশুড়ি হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনায় শাশুড়িকে হত্যার জন্য জামাতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত জামাতার নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি সদর উপজেলার মোবারকপুর গ্রামে।

নেত্রকোনা আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ জানান, বিয়ের সময় আলমগীরকে একটি গরু দেয়ার কথা ছিল শাশুড়ি ফাতেমার। কিন্তু বিয়ের পরও গরু না দেয়ায় ২০১৬ সালের ১ মার্চ রাত সাড়ে আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানের সামনে দা দিয়ে কুপিয়ে শাশুড়ি ফাতেমাকে (৫০) হত্যা করে আলমগীর।

পরদিন নিহতের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ মঙ্গলবার আলমগীরকে মৃত্যুদণ্ড দেন।

 

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন